১২ জুন, ২০২২

Live It , Love It And Color It … Till You Lose Control Of It …

 প্রিয় অরণী ,

মাঝে মাঝে আমরা অন্যের মধ্যে নিজেকে খুঁজে পাই ।

প্রত্যেকটি প্রতিচ্ছবিই নিজেকে আরো স্পষ্ট ভাবে চেনায় ।

আলো দেখায় । 

Thank you অরণী ।

You were right, তুমি অনেক একা । আমরা সবাই দিনের শেষে অনেক একা ।

আসলে "একা "শব্দটাই অনেক "একা"

বের হও, বাইরের উজ্জল নক্ষত্র, হয়ত বেশী আলো নেই কিন্তু আঁধারকে পথ ঠিকই দেখাবে ।

একটাই তো লাইফ । 

নিভে যাবার আগেই 

জ্বালিয়ে নাও , 

ফুল হও, 

বৃষ্টি হও,

মেঘ হয়ে হারিয়ে যাও,

বাতাস হয়ে মেঘ পাড়ি দাও , 

বন্ধু হও ।

Live It , Love It And Color It … Till You Lose Control Of It …

এই জীবনে কেউ জিতবে , 

কেউ হারবে , 

কেউ হারিয়ে যাবে । 

এটাই নিয়ম-

আবার হয়ত কেউ বিকেলে ছাদে কেউ একা একা কাঁদবে, কেউ হয়ত ভুলে জড়াবে এই শহরেরই ফাঁদে ।


ম্যাজিক্যাল লাইন ফ্রমঃ @18 অলটাইম দৌড়ের ওপর ।

সংকলনঃ #কাব্য

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
;