২৮ আগস্ট, ২০১৭

Petyr Baelish killed by Arya

'Chaos isn't a pit. Chaos is a ladder. Many who try to climb it fail, and never get to try again. The fall breaks them. And some are given a chance to climb, but refuse. They cling to the realm, or the Gods or love.... illusion. Only the ladder is real. The climb is all there is.'
- Petyr Baelish, The Climb



পিটার বেইলিশ কে বলা যায় গেম অফ থ্রোন্স এর সবথেকে ধূর্ত, কৌশলী, কূটনৈতিক, কপট আর ম্যানুপুলেটর। মুখে সবসময় বন্ধুত্বের দাবী করা এই মানুষটার ব্যক্তিত্ব অনেকটাই অস্পষ্ট। পুরো সিরিজজুড়ে পিটারের আসল উদ্দেশ্য কখনোই সম্পূর্ণভাবে সামনে আসেনি, বোঝা যায়নি সে আসলে কার প্রতি সত্যিকারে অনুগত। কেবল বিচক্ষণতা আর সূক্ষ হিসাবে পারদর্শিতার জন্য না, ওয়েস্টেরসে ঘটা সবথেকে বড় বেশিরভাগ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকবার জন্য এই চরিত্র সিরিজে বিশাল গুরুত্ব বহন করে।
'দ্য ভেইল অফ এরিন' এর উত্তর- পূর্বাঞ্চলে অবস্থিত 'দ্য ফিংগারস' উপকূলে ছোট একটা এলাকার লর্ডশিপ নিয়েছিলো হাউজ অফ বেইলিশ। এলাকাটা এতই ছোট যে এর কোন নাম বা মেইস্টার পর্যন্ত ছিলোনা।
পিটারের বাবা 'নাইনপেনি কিংস' এর যুদ্ধে রিভাররানের লর্ড হোস্টার টালির অধীনে যুদ্ধ করেন। যুদ্ধে জয়ী হবার পর লর্ড টালি পিটারকে পালক নেবার প্রস্তাব দেন যা এত ছোট একটা হাউজের জন্য অত্যন্ত গৌরবের। লর্ড বেইলিশ আর পিটারের মা আলাইনা সানন্দে এই প্রস্তাবে রাজী হন।
৮ বছর বয়সে যখন পিটার প্রথম রিভাররানে পা রাখে তখন তার সম্পত্তি বলতে ছিলো একটা ছোট বান্ডেল। সেখানে তার পরিচয় হয় লর্ড টালির দুই মেয়ে ক্যাটরিন টালি আর লাইসা টালির সাথে। লাইসা পিটারের প্রতি অনুরক্ত হয়ে পরলেও পিটারের মন কেড়ে নেয় ক্যাটরিনের অদমনীয় স্বভাব।
তাদের ভাই এডমুর টালি পিটারের উচ্চতা আর হাউজের অবস্থান নিয়ে উপহাস করে তার নাম দেয় 'লিটলফিংগার'। পরবর্তীতে এই নামটিই পিটারের আসল নামের থেকে বেশি জনপ্রিয় হয়ে যায়!
ইতোমধ্যে ক্যাটরিন টালির সাথে উইন্টারফেল এর উত্তরাধিকারী ব্র‍্যান্ডন স্টার্কের বাগদান সম্পন্ন হয়। পিটার ব্র‍্যান্ডন কে ডুয়েলে আমন্ত্রণ জানায় এই ভেবে যে সে ব্র‍্যান্ডনকে পরাজিত করে ক্যাটরিন টালিকে বিয়ে করবে। কিন্তু ডুয়েলে ব্র‍্যান্ডন খুব বাজেভাবে পিটারকে হারায়। এরপর পিটার রিভাররান ছেড়ে ভেইল এ ফিরে আসে।
রবার্টের রিবেলিয়ন এর সময় এগন টারগারিয়ান II( ম্যাড কিং) ব্র‍্যান্ডন স্টার্ক কে আগুনে পুড়িয়ে মারার পর ক্যাটলিন টালির সাথে ব্র‍্যান্ডনের ছোট ভাই এডাড স্টার্কের আর লাইসা টালির সাথে ভেইলের লর্ড জন এরিনের বিয়ে হয়। পিটার লাইসার তার প্রতি মোহের সুযোগ নিয়ে জন এরিনের প্রতি আনুগত্য স্বীকার করে। অতঃপর রিবেলিয়ন শেষে রবার্ট ব্যারাথিয়ন আয়রন থ্রোনে বসলে জন এরিন 'হ্যান্ড অফ দ্য কিং' উপাধি পায় ও পিটারের আনুগত্যে খুশি হয়ে তাকে স্মল কাউন্সিলে 'মাস্টার অফ কয়েন্স' উপাধি দিয়ে রয়েল কোর্টের অংশ করে নেয়।
ক্ষমতা হাতে আসার পর পিটার প্রথমেই ক্ষমতাধর সবার বন্ধুভাজন হয় আর এরপরেই সে তার আসল প্রতিভা ব্যবহার শুরু করে এবং অত্যন্ত চতুরতার সাথে গুটিবাজি কীর্তিকলাপ শুরু করে যার শুরুতেই ছিলো লাইসারর সাহায্য নিয়ে লর্ড এরিনকে হত্যা করা যার সুবাদে নতুন হ্যান্ড অফ দ্য কিং প্রয়োজন হয় এবং রিবার্ট উত্তরে যাত্রা করে আর গেম অফ থ্রোন্সের আসল কাহিনীর সূত্রপাত হয়!
সিরিজে এরপর কি হয়েছে গেম অফ থ্রোন্স ওয়াচাররা সবাই জানেন। সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক আর ড্রামাটিক সব ঘটনার পিছনেই লিটলফিংগারের হাত ছিলো।
অতি ধুরন্ধর এই লোকটা সবসময়ই হাইপড সব ক্যারেক্টারের আড়ালে চাপা পরে ছিলো। অধিকাংশের অপছন্দের, কারো কারো মতে সাইকোপ্যাথ, লোভী, লম্পট, গোল্ডডিগার, সোশিওপ্যাথ! ওর সম্পর্কে লর্ড ভেরিস বলেছিলো,
' Littlefinger was born with no lands, no wealth, no armies. He has acquired the first two. How long before he has the army? Perhaps you'll laugh, but I know him better than the most, and this is the truth. Littlefinger is one of the most dangerous men in Westeros.'
কিন্তু ব্যক্তিগত ভাবে আমি এই বিশ্বাসঘাতক কে খুবই পছন্দ করতাম। এই পর্যন্ত ৪১ টা এপিসোডে তার স্ক্রিনিং হয়েছিলো এবং তাকে ৪১ ভাবে আবিষ্কার করেছিলাম। কোন রয়েল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া কেবল ডিপ্লোম্যাটিক চিন্তার জোরে এতদূর আসতে পারা সহজ না। কোথাও না কোথাও আশা ছিলো আয়রন থ্রোনে একসময় ও বসবে। সবথেকে প্রিয় আর আনপ্রেডিক্টেবল চরিত্রের পরিণতি কি হবে এই লিকড স্ক্রিপ্ট আর স্পয়লারের সিজনে আগেই জানতাম। তবুও আশা করে ছিলাম হয়তো মার্টিন ওকে মারবেনা। কিন্তু নাহ, বরাবরের মতনই Martin must fuck whom you love.
পিটার বেইলিশ চরিত্রে অভিনয় করেছেন আইরিশ অভিনেতা এইডেন গিলেন। চরিত্রের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলেন তিনি। সাবলীল অভিনয় কুটিল দৃষ্টি দিয়ে লিটলফিংগারকে বইয়ের পাতা থেকে জীবন্ত করে দিয়েছেন আমাদের সামনে।
Petyr Baelish
Lord of Harrenhal
Lord Protector of Vale
Master of Coin (by King Robert and King Joffrey) has played the real game of thrones...
Rest in Peace.....
রেফারেন্স: গুগোল, উইকিপিডিয়া।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
;